বঙ্গবন্ধু তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ রচনার এক পর্যায়ে লিখেছেন- ‘মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়’। বঙ্গবন্ধুর এই উপলব্ধি হয়েছে তাঁর জীবনের নানারকম ঘাত-প্রতিঘাত থেকে। বছরের পর বছর তাঁকে জেলে থাকতে হয়েছে, অত্যাচার-নির্যাতন সহ্য করতে হয়েছে। কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে দুর্বল শরীরের ওপর দিয়ে গেছে অসহনীয় বিপত্তি; কিন্তু সবই তিনি হাসিমুখে মেনে নিয়েছেন ‘দুঃখী বাংলার’ ভাগ্য ফেরাতে। আপোসহীন এরকম একজন গ্রামবাংলার মানুষ ধাপে ধাপে রাজনৈতিক শিখরে পৌঁছেছেন নিজের যোগ্যতায়, কারও অনুগ্রহে নয়। আর সেই যোগ্যতা ছিল নিঃস্বার্থের। তাই স্বার্থের জন্য চারপাশের মানুষ যখন অন্ধ হয়ে যায়, জীবনের শেষ দিন পর্যন্ত তা তিনি খুব ভালভাবেই উপলব্ধি করেছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.