পরিবহন খাত কি সব শাসনের ঊর্ধ্বে
ঘটনা আজকের নয়, আলোচনা-সমালোচনাও আজকের নয়। বহুদিন, বলা যায় কয়েক দশক ধরে চলছে পরিবহন ব্যবস্থার প্রাণঘাতী অনাচার নিয়ে প্রতিবাদ, মানববন্ধন, লেখালেখি, পরামর্শ এবং আবেদন-নিবেদন। শেষোক্ত শব্দ দুটোর লক্ষ্য শাসনব্যবস্থার প্রধান এবং উচ্চ আদালত। অনেকের প্রশ্ন পরিবহন নৈরাজ্যের সিন্ডিকেট তথা চক্রটি কি এতই শক্তিমান যে, কেউ তাদের অনাচার বন্ধের ব্যবস্থা নিতে পারছেন না।
- ট্যাগ:
- মতামত
- পণ্য পরিবহন
- পরিবহন
- পরিবহন চলাচল
- গণপরিবহন