অর্গ্যানিক শুঁটকিতে দেশসেরা 'পিউরিটি', যাচ্ছে বিদেশেও

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৯, ০৯:৩২

কক্সবাজার: বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে প্রথমেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন কুমিল্লার মো. মোকাদ্দেছুর রহমান মুকুল। পড়াশোনার বিষয় ছিল কেমিস্ট্রি, সেই সূত্রেই পরবর্তীতে কিছুদিন একটি ওষুধ বিপণন প্রতিষ্ঠানেও কাজ করেন। এরপর গবেষণার কাজে চলে যান জাপান। সেখানে 'ইয়েন জাপান' নামের একটি প্রতিষ্ঠানে মাটির উর্বরা শক্তি বাড়াতে 'অণুজীব' বিষয়ে পড়াশোনা করেন। পরে একই বিষয়ে চীন ও থাইল্যান্ড থেকেও প্রশিক্ষণ নেন মুকুল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও