নিরাপদ হোক শারদোৎসব
ব্রিটিশ আমলে দেশের লোকসংখ্যা কম ছিল; তবুও শারদীয় উৎসব আয়োজন ছিল নিরাপদ ও আন্তরিকতাপূর্ণ। সৌভ্রাতৃত্বের মিলন মেলা বসত উৎসব ঘিরে। আবালবৃদ্ধবনিতা ছুটত প্রতিমা দর্শনে। আবার উৎসবের মেলা প্রাঙ্গণে পসরা সাজিয়ে বসা নানা দোকানির কাছ থেকে নিজেদের চাহিদা পূরণের মতো কিছু কিনত। দেশ হলো বিভক্ত, বাংলাও দ্বিখণ্ডিত হলো। আমরা পূর্ববঙ্গের মানুষ- হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান চাইলাম এক হয়ে বাস করতে আনন্দ-উৎসব আয়োজনের মাধ্যমে। পাকিস্তানি দুঃশাসনের বৈরী মনোভাব দেশের সনাতন ধর্মাবলম্বীদের 'সংখ্যালঘু' বলে চিহ্নিত করল। তবু দুর্গোৎসবের ঐতিহ্যকে ম্লান করতে পারেনি।
- ট্যাগ:
- মতামত
- নিরাপদ
- ব্রিটিশ
- শারদীয় দুর্গোৎসব