ভিশন ২০২১ অনুযায়ী বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করিতে হইলে ভবিষ্যত্ প্রজন্মের উদ্ভাবনী শক্তির বিকাশে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার প্রয়োজন। ইহার মাধ্যমে প্রয়োজন মানবসম্পদ, প্রাকৃতিক সম্পদ ও অন্যান্য সম্পদের দক্ষতা বাড়াইয়া দারিদ্র্য বিমোচন, ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি ও উত্পাদনশীলতা বৃদ্ধি করা। এই লক্ষ্যে পৌঁছাইতে হইলে কারিগরি শিক্ষার হার বৃদ্ধির কোনো বিকল্প নাই। বাংলাদেশে ২০২১, ২০৩০ ও ২০৪০ সালের মধ্যে এই হার যথাক্রমে ২০, ৩০ ও ৪০ শতাংশে উন্নীত করিবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হইয়াছে। এইজন্য দেশে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও তাহার আলোকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনসহ নূতন নূতন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হইতেছে। তাহার পরও বলা হইতেছে দেশে কারিগরি শিক্ষার হার কাঙ্ক্ষিত হারে বাড়ে নাই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.