সরকারি চাকরিজীবীরা কি ‘বেশি সমান’?

যুগান্তর ডা. জাহেদ উর রহমান প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৯, ১১:২০

কেউ কি হতে পারে বেশি কিংবা কম মৃত? কিংবা বেশি বা কম গর্ভবতী? পারে না। ইংরেজি ‘ডেড’ বা ‘প্রেগন্যান্ট’ শব্দগুলো একটা বিশেষ ধরনের বিশেষণ।ইংরেজিতে এর নাম হচ্ছে ‘অ্যাবসোল্যুট এজেক্টিভ’। এ রকম শব্দ আছে কয়েক শত, যার মধ্যে কয়েকটি হচ্ছে কমপ্লিট, পারফেক্ট, ট্র–, ফলস, সুপিরিয়র, ইনফেরিয়র, অ্যাবসেন্ট, ফ্যাটাল ইত্যাদি। এসব শব্দের চরিত্র হচ্ছে এগুলোর কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও