তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

মানবজমিন প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৯, ১০:৩৫

পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ফেরিগুলো  দৌলতদিয়া প্রান্তে ভিড়তে হিমশিম খাচ্ছে। ফলে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। রাত থেকে পাটুরিয়া ঘাটে সাড়ে ৩০০ পণ্যবাহি ট্রাক ও প্রায় ২০০ যাত্রীবাহি ছোট-বড় বাস পারাপারের অপেক্ষায় আটকে আছে। বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার জিল্লুর রহমান জানান, কয়েক দিন ধরেই পদ্মায় পানি বৃদ্ধির পাশাপাশি তীব্র স্রোত দেখা দিয়েছে। বুধবার রাত থেকে পরিস্থিতি অবনতি হওয়ায় সীমিত আকারে মাত্র ৬-৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের ব্যবস্থা করা হচ্ছে। তবে দৌলতদিয়া ঘাট এলাকায় অতিমাত্রায় স্রোতের কারণে সেখানে  ফেরিগুলো ভিড়তে রীতিমত হিমশিম খাচ্ছে। এছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে মোট ১৬টি ফেরির মধ্যে স্রোতের কারণে ১০টি  বসে থাকছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও