![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/09/14/706113a8d47277ff28e0aad6a92252e7-5d7ca6049b8a8.jpg?jadewits_media_id=1469945)
পানি শোধনাগার প্রস্তুত, সরবরাহ কীভাবে
প্রথম আলো
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৯, ১৭:০৪
প্রতিদিন ৪৫ কোটি লিটার উৎপাদনক্ষমতার ‘পদ্মা-জশলদিয়া পানি শোধনাগার’ অক্টোবরে আনুষ্ঠানিক উদ্বোধনের কথা। কিন্তু মুন্সিগঞ্জের মাওয়ায় নির্মিত এই শোধনাগারের অভ্যন্তরীণ সরবরাহ পাইপলাইন (নেটওয়ার্ক) নির্মাণে ঢাকা ওয়াসা এখন পর্যন্ত কাজই শুরু করেনি। ফলে ৩ হাজার ৮০০ কোটি টাকায় তৈরি এ শোধনাগারের পানি নির্ধারিত এলাকার প্রায় ৪০ লাখ মানুষ কবে নাগাদ পাবে, তা অনিশ্চিত হয়ে পড়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঢাকা ওয়াসা
- ঢাকা