![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/10/01/8a802998409216516bfd94ec4f1b85da-5d92ee70835e8.jpg?jadewits_media_id=1474232)
জোয়ার এলেই ডোবে বিদ্যালয়
প্রথম আলো
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৯, ১২:১১
শ্রেণিকক্ষে থই থই করছে পানি। তার মধ্যেই বেঞ্চে হাঁটু গেড়ে বসে আছে শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগেই তাদের ক্লাস শেষ হয়েছে। শ্রেণিকক্ষের বাইরেও একই অবস্থা। শিক্ষার্থীদের কেউ কেউ নেমে পড়েছে বিদ্যালয়ের বারান্দার পানিনিষ্কাশনে। ডোবার মতো হয়ে আছে মাঠটা। ময়লা পানিতে ভাসছে পলিথিন আর বোতল। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার এই চিত্র চট্টগ্রাম নগরের সুলতান আল নাহিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তবে এই...
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিদ্যালয়
- পানি নিষ্কাশন
- চট্টগ্রাম