আওয়ামী লীগ কার্যালয়ে বিস্ফোরণের দায় স্বীকার আইএসের
আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গোষ্ঠীগুলোর কার্যক্রম প্রচারকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স সোমবার রাতে এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছে।টুইটবার্তায় বলা হয়, দেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে আইএস, যা চলতি বছরে আইএসের ষষ্ঠ হামলা এবং ঢাকার বাইরে প্রথম আক্রমন।সোমবার সন্ধ্যার পর খুলনা নগরীর খানজাহান আলী থানা এলাকার শিরোমণি আওয়ামী লীগ কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পরই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর পরই জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.