কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আবুল হায়াতকে ঘিরে তারকামেলা

মানবজমিন প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৯, ০০:০০

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আবুল হায়াত গেল ৭ই সেপ্টেম্বর ৭৬ বছরে পা রেখেছেন। সেই সময়টাতে তিনি দেশে না থাকার কারণে তাকে নিয়ে যে অনুষ্ঠানের পরিকল্পনা হয়েছিল তা বাস্তবায়ন করা সম্ভব হয়ে উঠেনি। তাই ‘পঞ্চসপ্ততিতে আবুল হায়াত উদযাপন পরিষদ’ কয়েকদিন পর গত ২৯শে সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সাংষ্কৃতিক অঙ্গনসহ দেশের নানা ক্ষেত্রের ১০০ জন বিশিষ্ট ব্যক্তির লেখা নিয়ে ‘স্বার্থক জনম তোমার হে শিল্পী সুনিপুণ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি সম্পাদনা করেছেন জিয়াউল হাসান কিসলু। অনুষ্ঠানে আবুল হায়াতকে ঘিরে বসেছিল তারকামেলা। এদের মধ্যে বক্তব্য রাখেন এবং আবুল হায়াতকে ফুলেল শুভেচ্ছা জানান আতাউর রহমান, দিলারা জামান, মামুনুর রশীদ, ড. ইনামুল হক, গোলাম রব্বানী, আব্দুস সেলিম, ডলি জহুর, সারা যাকের, নওয়াজীশ আলী খান, খায়রুল আলম সবুজ, ওয়াহিদা মল্লিক জলি, জাহিদ হাসান প্রমুখ। শুরুতেই ছিল বিধূ’র নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নিমা রহমান ও আহসান হাবিব নাসিম। অনুষ্ঠানে দুটি গান পরিবেশন করেন ফারহিন খান জয়িতা। আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও মুনিরা ইউসুফ মেমী। অনুষ্ঠানে আবুল হায়াতের স্ত্রী শিরীন হায়াত, দুই সন্তান বিপাশা হায়াত, নাতাশা হায়াত, দুই মেয়ের জামাই তৌকীর আহমেদ, শাহেদ শরীফ খানসহ নাতি নাতনিরাও উপস্থিত ছিলেন। আবুল হায়াত বলেন, এক জীবনে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। তবে এটা সত্যি আমি আমার পরিবারকে সময় দিতে পারিনি। আমার স্ত্রী পুরো পরিবারকে আগলে রেখে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। তার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। অভিনয় করেই আমি দর্শকের ভালোবাসা পেয়েছি। অভিনয় করতে করতেই আমি মৃত্যুকে বরণ করতে চাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও