কারাগারে রিহ্যাবের ২ পরিচালক
চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করার অভিযোগের রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালকের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন। কারাগারে যাওয়া রিহ্যাবের দুই পরিচালক হলো- শাকিল কামাল চৌধুরী ও মো. মহিউদ্দিন সিকদার। এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. আশফাক রাজীব হাসান আসামিদের আদালতে হাজির করেন। এসময় মামলার সুষ্ঠু তদন্তে আসামিদেরকে জেল হাজতে আটক রাখার আবেদন করেন তিনি। আদালতে আসামি পক্ষের আইনজীবী জাহিদুল ইসলাম কাদের জামিনের আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্র পক্ষ থেকে এডভোকেট আজাদ রহমান জামিনের বিরোধিতা করেন। মামলার আবেদনে বলা হয়, আসামি শাকিল কামাল চৌধুরীর সাথে ভিকটিমের ৭/৮ মাস আগে ফেসবুকে পরিচয় হয়। ভিকটিমকে চাকরির কথা বলে আসামি তাকে ঢাকার আসার জন্য বলে। গত ২৬শে সেপ্টেম্বর ওই তরুণীর সঙ্গে আসামি দেখা করে। এর দুই দিন পর তরুণীর ভাইয়ের নাম্বারে কল দিয়ে তরুণীকে তার অফিসে এসে দেখা করতে বলে। কথা অনুসারে ওই তরুণী অফিসে এলে এই দুই আসামি তাকে ধর্ষণ করে। প্রাথমিক তথ্য বিবরণে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। গত ২৯শে সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় গণধর্ষণের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি পঞ্চগড় সদরে। বেশ কিছুদিন থেকেই চাকরির জন্য রিহ্যাবের একজন পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন ওই তরুণী। পরিচালক তাকে চাকরির বিষয়ে আশ্বস্ত করেন। এ বিষয়ে কথা বলার জন্য রোববার ধানমন্ডির ১৩ নম্বর সড়কের একটি বাসায় তরুণীকে আসতে বলেন। ওই বাসায় যাওয়ার পর একটি কক্ষে আটকে রেখে তাকে দুই পরিচালক ধর্ষণ করেন। ওই ঘটনায় ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়। এদিকে, মাদক আইনে করা মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ফের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার এসআই কামরুল ইসলাম। লোকমান হোসেন ভূঁইয়ার আইনজীবী এ সময় জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে তার বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।