কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভিসির খুঁটির জোরটা কোথায়

মধুমতি পারের জেলা গোপালগঞ্জ। রানী রাসমণি (২৬ সেপ্টেম্বর, ১৭৯৩-১৯ ফেব্রুয়ারি, ১৮৬১) এ এলাকায় নৌবিহারে এলে তখনকার প্রমত্তা মধুমতির তীরে সবুজের এই জনপদ, তার নৈসর্গিক সৌন্দর্য দেখে তিনি বিমোহিত হন। তখনকার রাজগঞ্জ বাজারে সঙ্গে নাতি নবগোপালের নাম যোগ করে এর নাম রাখেন গোপালগঞ্জ। এই গোপালগঞ্জ জাতির জনক বঙ্গবন্ধুর জেলা। বাংলা রাগসংগীতের জনক তারাপদ চক্রবর্তীর জেলা, ভারতবর্ষের প-িত শিরোমণি হরিদাস সিদ্ধান্ত মহমহোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, শিল্পী সুধীরলাল চক্রবর্তী, মোহিনী চৌধুরী, ফিরোজা বেগমের জেলা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন