শেষ আঁচড়ে ব্যস্ত শিল্পীরা
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
শুভ্র কাশফুল আর শিউলির সুঘ্রাণ জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের বেলা গড়াতে আর বাকি নেই। তিন দিন পরেই ঢাকের কাঠিতে বাজবে পূজার বাদ্য। আনন্দে মাতবে সনাতন ধর্মাবলম্বীরা। এবার সারাদেশে ৩১ হাজার ১০০ সার্বজনীন ও পারিবারিক পূজাম-পে হচ্ছে দুর্গোৎসব। আর রাজধানীতে পূজার আয়োজন ২৩৭টি ম-পে, যা গতবারের চেয়ে হাজারখানেক বেশি। এখন চলছে প্রতিমার ফিনিশিং, ম-পের সাজসজ্জা, নিরাপত্তার প্রস্তুতিসহ শেষ মুহূর্তের কাজ। গত শনিবার মহালয়ার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল পূজা-অর্চনা ৪ অক্টোবর থেকে ষষ্ঠীর দিনে, দেবী দুর্গা বোধনের মাধ্যমে। গতকাল…