আর্জেন্টিনা দলে ৮ বছর পর এমি মার্তিনেজ

মানবজমিন প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

আর্জেন্টিনা জাতীয় দলে প্রথমবার তিনি ডাক পেয়েছিলেন ২০১১তে। নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে সেবার দলে ডাক পেলেও মাঠে নামার সুযোগ হয়নি তার। জাতীয় দলে আবারো সুযোগ এলো এমিলিয়ানো মার্তিনেজের। জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে রয়েছেন ইংলিশ ক্লাব আর্সেনালের এ গোলরক্ষক। চলতি মৌসুম আর্সেনালের জার্সি গায়ে দুই ম্যাচ খেলে কোনো গোল হজম করেননি ২৭ বছর বয়সী এমি মার্তিনেজ। সর্বশেষ কোপা আমেরিকায় রেফারি ও আয়োজকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আন্তর্জাতিক ফুটবলে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পোহাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এতে আগামী দুই ম্যাচেও মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা। আর সবশেষ কোপা আমেরিকার পর এখনও দলে সুযোগ পাননি আর্জেন্টিনার সেরা দুই তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া এবং সার্জিও আগুয়েরো। তাদের বাইরে রেখেই আগামী মাসের দুটি প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। দলের আক্রমণভাগের দায়িত্ব পেয়েছেন জুভেন্টাসের তরুণ তারকা পাওলো দিবালা। কোপা লিবার্তোদোরেস ম্যাচের জন্য দলে রাখা হয়নি বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের কোনো খেলোয়াড়কে। আগামী ৯ই অক্টোবর বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর ইকুয়েডরের বিপক্ষে খেলবে স্কালোনির শিষ্যরা। চলতি মাসে সবশেষ প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় দেখে মেসি-ডি মারিয়া-আগুয়েরো বিহীন আর্জেন্টিনা।২০১২ সালে আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপিন্ডিয়েন্টে থেকে আর্সেনালে পাড়ি দেন এমিলিয়ানো মার্তিনেজ। পরে ধারে  (লোন) খেলেন শেফিল্ড ওয়েডনেসডে, উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, গেতাফে রিডিং ক্লাবের হয়ে। প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা স্কোয়াডগোলরক্ষক: অগাস্টিন মারচেসিন (পোর্তো), হুয়ান মুসো (উদিনেস) এবং এমিলিয়ানো মার্তিনেজ (আর্সেনাল)।ডিফেন্ডার: হুয়ান ফয়েথ (টটেনহ্যাম হটস্পার), রেঞ্জো সারাভিয়া (পোর্তো), নিকলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), জার্মান পিজেল্লা (ফিওরেন্টিনা), মারকোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), ওয়াল্টার ক্যানেমান (গ্রেমিও), নিকলাস তালিয়াফিকো (আয়াক্স আমস্টারডাম) এবং লিওনার্দো বালের্দি (বরুশিয়া ডর্টমুন্ড)।মিডফিল্ডার: গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), মাতিয়াস জারাকো (রেসিং ক্লাব), লিওনার্দো পারেদেস (প্যারিস সেইন্ট জার্মেই), নিকলাস ডমিঙ্গেজ (ভেলেজ সারসফিল্ড), রদ্রিগো ডি পল (উদিনেস), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), অ্যাঙ্গেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), লুকাস অকাম্পোস (সেভিয়া) এবং এরিক লামেলা (টটেনহ্যাম হটস্পার)।ফরোয়ার্ড: মাতিয়াস ভার্গাস (এসপানিওল), নিকলাস গঞ্জালেজ (স্টুটগার্ট), লুকাস অ্যালারিও (বেয়ার লেভারকুসেন), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান) এবং পাওলো দিবালা (জুভেন্টাস)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও