![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/09/27/c46aca8b8404cc4fc621ac00d7c43d0b-5d8db8063f534.jpg?jadewits_media_id=1473237)
ঢাকায় আসছেন পেলে?
প্রথম আলো
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৮
ব্যাপারটা এখনো প্রাথমিক পর্যায়ে, তবে সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ঢাকায় দেখা যেতে পারে ফুটবলের প্রবাদপুরুষ পেলেকে। তাঁকে দুই দিনের সফরে ঢাকায় নিয়ে আসছে চল খেলি নামের এক সংগঠন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানকে সম্মান জানাতেই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ঢাকা আনা হচ্ছে বলেচল খেলি ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ব্যাপারে বাফুফের সঙ্গে যোগাযোগ করা হলেসংস্থার...