![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/09/27/1f19206bda08e122c566ef34df3d47ce-5d8d8f700b453.jpg?jadewits_media_id=1473160)
প্রথার বাইরে দাঁড়িয়ে
প্রথম আলো
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:১০
প্রতিষ্ঠানের প্রথা, নিয়ম, রীতি ওয়াজউদ্দিন—যিনি সবার কাছে পরিচিত মামুন নামে—টের পান। কিন্তু মানতে পারেননি। কেন তিনি ছবি আঁকেন, সে রকম ভাষ্য তাঁর কাছ থেকে পাওয়া যায় না। কুড়িয়ে পাওয়া কাগজ, জঞ্জাল, পেরেক, লেদ মেশিনে ব্যবহৃত লোহার টুকরা, বেয়ারিংয়ের চাকায় ব্যবহৃত বল, ছবির জমিনে জুড়ে দিয়েছেন। রং আর আকৃতির বিস্তৃতি ছবির জমিনে সংঘাত তৈরি হয়। উষ্ণ রং আর আকৃতির সঙ্গে রেখার সংযোগ...
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- প্রথা
- ঢাকা