‘তারা এটা চমক হিসেবে রাখতে বলেছিলেন’

মানবজমিন প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যার নিরলস চেষ্টা ও পরিশ্রমের ফলে দেশীয় সংগীত আন্তর্জাতিক পরিমন্ডলে এখন ডানা মেলে উড়ছে তিনি হলেন কৌশিক হোসেন তাপস। নিত্য নতুন ভাবনা নিয়ে তিনি সংগীতকে এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের কাছে পরিচিত করেছেন। দেশের একমাত্র মিউজিক চ্যানেল গানবাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নী ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস দম্পতির চেষ্টার ফসল হিসেবে ‘উইন্ড অব চেঞ্জ’ মিউজিক কোলাবরেশন প্রজেক্টেও মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সংগীতের একটি ভালো অবস্থান তৈরি হয়েছে। একেবারে শুরু থেকেই নিজের সুর, সংগীত, গায়কি ও বিভিন্ন শৈল্পিক কাজের মাধ্যমে মিউজিক ইন্ডাস্ট্রির সফল সৈনিক হিসেবে অবদান রেখে চলেছেন তাপস। ব্যাপকভাবে প্রশংসিত ‘উইন্ড অব চেঞ্জ’-এর মূল কারিগর তিনি। সেরা সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তাপস সংগীতের পর এরইমধ্যে চলচ্চিত্র নিয়েও কাজ করার ঘোষণা দিয়েছেন। সংগীতের হাওয়া বদল হয়েছে। এর বাইরে চলচ্চিত্রের হাওয়া বদলেও তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টিএম ফিল্মস’ ভূমিকা রাখবে বলে জানালেন তিনি। সব মিলিয়ে কেমন আছেন? দিনকাল কেমন চলছে? তাপস বলেন, বেশ ভালো। খুব ব্যস্ততায় কাটছে সময়। তবে সেটা উপভোগও করছি। সম্প্রতিতো টিএম ফিল্মসের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। তাপস উত্তরে বলেন, ফারজানা মুন্নী ও আমি টিএম ফিল্মস নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা করছি। সম্প্রতি ‘মিউজিক ফর পিস’ কনসার্টের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দিলাম। ২০২০ সাল থেকে আমরা নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করবো। কনসার্টে দেশের শীর্ষস্থানীয় সব চলচ্চিত্র তারকা উপস্থিত ছিলেন ও আমাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আগামী দুই বছর এ তারকাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে টিএম ফিল্মস। আর সঙ্গে থাকবে কিছু চমকও। আমরা সংগীতের হাওয়া বদলের চেষ্টা করেছি। আন্তর্জাতিক পরিমন্ডলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবার বাংলা চলচ্চিত্রকেও আমরা বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করবো। আর এক্ষেত্রে সবার সহযোগিতা, উৎসাহ নিয়ে আমরা কেবল এগিয়ে যেতে চাই। মোটকথা, বাংলা গান ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করতে চাই। সে জন্য যা যা করার দরকার আমরা করবো। ‘মিউজিক ফর পিস’ কনসার্টে বলিউড তারকা নার্গিস ফাখরিও উপস্থিত ছিলেন। শাকিব খানের সঙ্গে তার জুটি বেঁধে অভিনয় করা নিয়েও আলোচনা শোনা যাচ্ছে। আসলে বিষয়টি কতটুকু সত্যি? তাপস বলেন, বিষয়টি নিয়ে কনসার্টের দিন শাকিব ও নার্গিস ফাখরি দুজনই কথা বলেছেন। তারা এটা চমক হিসেবে রাখতে বলেছিলেন। আমি এতটুকু বলবো কিছু একটা হতে চলেছে। বাকিটা চমক হিসেবে থাক। সামনেই সবাই জানতে পারবেন বিষয়টি। ‘উউন্ড অব চেঞ্জ’ এর নতুন সিজন কি শুরু করছেন? তাপস বলেন, আমরা ‘উইন্ড অব চেঞ্জ’ এর প্রতিটি মৌসুমকেই আলাদাভাবে সাজাতে চেয়েছি। এর ফলে দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। আর যেহেতু  দেশ-বিদেশের নামি দামি মিউজিশিয়ানরা এখানে অংশ নেন তাই এর পরিকল্পনাটা খুব গোছালোভাবে করার চেষ্টা থাকে। সামনেও এর নতুন মৌসুম আসবে। আমরা সেটার পরিকল্পনা এরইমধ্যে শুরু করেছি। এদিকে তাপসের ‘লাভলী এক্সিডেন্ট’ শীর্ষক একটি গানে ইতিমধ্যে বলিউড তারকা সানি লিওন পারফর্ম করেছেন। সামনে গান নিয়ে আরো নানা চমকের পরিকল্পনা করছেন তিনি। গত বছর ভারত থেকে ‘দাদা সাহেব ফালকে এক্সেলেন্সি অ্যাওয়ার্ড ২০১৮’ পেয়েছিলেন কৌশিক হোসেন তাপস। ‘শ্রেষ্ঠ সংগীতশিল্পী ও সংগীত পরিচালক (বাংলাদেশ)’ হিসেবে তিনি এই সম্মাননা পান। এর মাধ্যমে এই প্রথম কোনো বাংলাদেশি সংগীত পরিচালক ‘দাদা সাহেব ফালকে এক্সেলেন্সি অ্যাওয়ার্ড’ লাভ করেন। গান নিয়ে নিজের পরিকল্পনা প্রসঙ্গে তাপস বলেন, বিশ্বের সবচেয়ে বড় মিউজিক কোলাবরেশন প্রজেক্ট হিসেবেই ‘উইন্ড অব চেঞ্জ’কে আমি দেখতে চাই। ইতিমধ্যে মুম্বই ও কলকাতা থেকে উইন্ড অব চেঞ্জের ফ্র্যাঞ্জাইজি চাচ্ছে। হয়তো সামনে সেটা হবে। আমি আরো বেশ কিছু কাজ করতে চাই সংগীত নিয়ে। সেটা সময় হলেই সবাই জানতে পারবেন। তাছাড়া আন্তর্জাতিকভাবে বাংলা সংগীতকে ছড়িয়ে দিতে নিত্য নতুন পরিকল্পনা হাতে নিচ্ছি আমরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও