কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের বিপক্ষে কেন নেই ধোনি?

দুদিন আগে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু কি কারণে তিনি বারবার দলে উপেক্ষিত থাকছেন? ধোনিকে কি অবসরের জন্য চাপ দেয়া হচ্ছে? নাকি অন্য কিছু? ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্রের দাবি, এমন কিছুই নয়। ধোনিকে আসলে বিরতি দেয়া হয়েছে, বাদ দেয়া হয়নি। ২০১৯ বিশ্বকাপের সময়েই নাকি চোটে পড়েছিলেন এই ব্যাটসম্যান, যে চোট এখনও ভোগাচ্ছে। বিসিসিআইয়ের ওই সূত্র ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানিয়েছে, ধোনি বিশ্বকাপে পিঠের চোট নিয়েই খেলতে গিয়েছিলেন, সেটা আস্তে আস্তে বেড়েছে। আর বিশ্বকাপ চলার সময় নতুন করে আবার কব্জির ইনজুরিতে পড়েন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। বিশ্বকাপের পর ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি ধোনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না। এবার তিনি সরে গেলেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে। অবসর নেননি বলে কি তাকে ইচ্ছে করেই দল থেকে বাইরে রাখা হচ্ছে? এর আগে ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কার বলেন, ‘দল থেকে বের করে দেয়ার আগে ধোনির অবসর নেয়া উচিত।’ ভারতে শচীন-কোহলির চেয়ে জনপ্রিয় ধোনিএই মুহূর্তে ভারতে সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ কে? ব্রিটেনের তথ্য বিশ্লেষক ও বাজার যাচাইকারী প্রতিষ্ঠান ‘ইউগভ’-এর সামপ্রতিক জরিপে ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদটি মহেন্দ্র সিং ধোনি। সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের তালিকায়ও অনেকের চেয়ে এগিয়ে ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক। এ তালিকায় ধোনির চেয়ে এগিয়ে আছেন শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৫.৬৬ শতাংশ ভোট পেয়েছেন মোদি। ধোনি পেয়েছেন ৮.৫৮ শতাংশ ভোট। ৮.০২ শতাংশ ভোট নিয়ে তিনে ভারতের শিল্পপতি রতন টাটা। ভারতের বাইরের ক্রীড়াবিদ ও ব্যক্তিত্বদের এ জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন ভারতীয়দের কাছে বিল গেটসের চেয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বেশি প্রিয়। ৭.৩৬ শতাংশ ভোট নিয়ে চারে ওবামা আর মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা গেটস ৬.৯৬ শতাংশ ভোট নিয়ে পাঁচে। এরপর জায়গা পেয়েছেন শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান টেন্ডুলকার তার দেশের জনগণের কাছে কোহলির চেয়েও বেশি প্রিয়। ফুটবলারদের মধ্যে ভারতে লিওনেল মেসির চেয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর গ্রহণযোগ্যতা বেশি। জুভেন্টাস তারকাই বেশি প্রিয় ভারতীয়দের কাছে। নারী ক্রীড়াবিদদের মধ্যে ভারতে সবচেয়ে জনপ্রিয় দেশটির বক্সার মেরি কম। এ জরিপে শীর্ষ ২৫ জন নারীর মধ্যে ভারতকে অলিম্পিক বক্সিংয়ে পদক জেতানো মেরিই একমাত্র ক্রীড়াবিদ। ধোনি বর্তমানে ক্রিকেটের বাইরে রয়েছেন। সবশেষ বিশ্বকাপে ভারত সেমিফাইনাল থেকে বাদ পড়ার পর থেকেই ছুটি কাটাচ্ছেন ৩৮ বছর বয়সী এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজেও খেরছেন না তিনি। এমনকি আগামী নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও দেখা যাবে না তাকে। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সময় কাটানোর পর পরিবার নিয়ে দেশের বাইরে রয়েছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন