৫০০, ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়
৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। তিনি বলেন, কোনো সরকার যদি গর্দভ দ্বারা পরিচালিত হয় তাহলে নোট বাতিলের খবর আগে জানিয়ে দেয়। সুতরাং একাধিক পত্রিকায় প্রকাশিত নোট বাতিলের এই খবর সঠিক নয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডরুমে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মসিউর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ এবং তার বাস্তবায়ন সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। তবে শুদ্ধি অভিযান এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, পত্রপত্রিকায় যেসব খবর আসে তা সবসময় পুরোপুরি সত্য নয়। আংশিক খবর প্রকাশিত হয়। যার কোনো প্রমাণ থাকে না। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর মনিরুজ্জামান, নির্বাহী পরিচালক রবিউল ইসলাম ও আখতারুজ্জামান।