রাজস্থানের পথে প্রান্তরে

বার্তা২৪ প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩০

রুক্ষ মাটি আর পাহাড়ের জনপদ রাজস্থান।গ্রামের দিকে সবুজের ছড়াছড়ি। মাঝে মাঝে জনপদ। খড়ের গাদা, মহিষের গোয়াল। গ্রামের মুখে পানীয় জলের ব্যবস্থা। মহাসড়কে দুর্দান্ত গতি। চোখে পড়ে ঐতিহ্যবাহী পোশাকের রাজস্থানি গ্রামীণ নারী। সবাই নিজের কাজে ব্যস্ত। কোথাও স্বামী-স্ত্রী মিলে সামলাচ্ছে দোকান। খদ্দের খুবই কম তবু সব কিছু সাজানো গোছানো। আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থানে দেখা মেলে চিরায়ত গ্রামীণ আবহ।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে