যশোরে ৩শ’ প্রতিষ্ঠান মালিককে সম্মাননা প্রদান
যশোরের ৩শ’ প্রতিষ্ঠান মালিককে সম্মাননা দেয়া হয়েছে। গতকাল যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে ‘অপ্রাতিষ্ঠানিক খাতের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সম্মাননা’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোরের টেইলার, ওয়েল্ডার, মোবাইল ফোন টেকনিশিয়ান, ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়ারিং টেকনিশিয়ান, গার্মেন্ট মেশিন অপারেটর, রিফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান, সোয়েটার নিটিং অ্যান্ড লিঙ্কিং, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, মোটরসাইকেল মেকানিক, জুট ব্যাগ অ্যান্ড বাক্স মেকার ইত্যাদি পেশায় নিয়োজিত প্রায় ৩শ’ প্রতিষ্ঠান মালিক যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এম এহছানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইএস-আইএসসি’র মেম্বার সেক্রেটারি আব্দুস সাদেক ও নাসিব যশোরের সভাপতি শাকের আলী। উন্নয়ন সংস্থা ‘সুইসকন্ট্যাক্ট’র বি-স্কিলফুল প্রকল্পের আওতায় এই সম্মাননার আয়োজন করে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সম্মাননা প্রদান
- ঢাকা
- যশোর