ময়মনসিংহে শত কোটি টাকা ব্যয়ে সাংস্কৃতিক পল্লী হচ্ছে
ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু এমপি বলেছেন, বর্তমান সরকার সুস্থ ধারার সংস্কৃতির চর্চা, বিকাশ ও এর উন্নয়নে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ময়মনসিংহে একটি সাংস্কৃতিক বলয় প্রতিষ্ঠার প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং তা বাস্তবায়নের জন্য সকল প্রস্তুতিও এগিয়ে চলছে। এতে ব্যয় হবে একশ’ কোটি টাকা। তিনি আরও বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের শহর ময়মনসিংহে শত কোটি টাকা ব্যায়ে এই সাংস্কৃতিক পল্লী গড়ে তোলা হলে শিল্প সংস্কৃতির লীলাভুমি ময়মনসিংহে শিল্প সাহিত্যের আরও বিকাশ ঘটবে। ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংবাদিকতা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ছয় গুণীজনকে সংবর্ধনার আয়োজন করা হয়। ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন ও গুণীজনদের হাতে ক্রেষ্ট তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি। সংবর্ধিত গুণীজনরা হচ্ছেন, সাংবাদিকতায় দৈনিক জাহান সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন, দৈনিক স্বদেশ সংবাদ সম্পাদক শ্রী জগদীস চন্দ্র সরকার, স্বাস্থ্য সেবায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাছির উদ্দীন আহমেদ, শিক্ষায় অধ্যাপক মোকাররম হোসায়েন, ক্রীড়ায় অধ্যাপক আমির আহম্মদ চৌধুরী রতন ও সাহিত্যে কবি ফরিদ আহমেদ দুলাল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.