![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/09/24/73cbc6fbf873f444152530e4c1f6c97e-5d8a1a516f867.jpg?jadewits_media_id=1472524)
প্রত্যেক প্রকৃত ভারতীয়ই হিন্দু: মোহন ভাগবত
প্রথম আলো
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৮
রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছেন, সংঘের চোখে প্রত্যেক প্রকৃত ভারতীয়ই ‘হিন্দু’। এনআরসি নিয়ে প্রশ্নের জবাবে মোহন ভাগবত বলেন, কাউকে বিতাড়িত করা এই কর্মকাণ্ডের লক্ষ্য নয়। উদ্দেশ্য, যাঁরা ভারতীয় নাগরিক নন তাঁদের চিহ্নিত করা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হিন্দু সংগঠন
- ভারত