এইচপি প্রোবুক ল্যাপটপ বাজারে
প্রথম আলো
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৯
বাজারে এসেছে ফুল এইচডি ডিসপ্লের নতুন ৪টি মডেলের এইচপি ল্যাপটপ। এর মধ্যে রয়েছে কোর আই ফাইভ এর ২টি মডেল এবং কোর আই সেভেন এর ২টি মডেল। এর মধ্যে এইচপি প্রোবুক ৪৪০ জি৬, এইচপি প্রোবুক ৪৫০ জি৬ কোর আই ৫ মডেলের ল্যাপটপে ইন্টেল ৮ম জেনারেশন প্রসেসর, ৪ জিবি ডিডিআর ৪ র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ব্লুটুথ, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা পাওয়া যাবে।