সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ
সীতাকুণ্ডে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগে স্থানীয়রা মানববন্ধন করেছে। জানা যায়, সড়ক ও জনপদ বিভাগের প্রায় ১০ একর জায়গা জোরপূর্বক দখল করে দোকান নির্মাণ করায় এবং স্থানীয়দের দীর্ঘদিনের চলাফেরার রাস্তার উপর গেট স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের অন্তর্গত ১নং ওয়ার্ড কদমরসুল জাহানাবাদ এলাকায় (ছালেহ কার্পেট) মহাসড়কের পশ্চিম পার্শ্বে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) অন্তত ১০ একর মূল্যবান জায়গা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে ওই এলাকার মুন্সী মিয়ার ছেলে ওই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রমজান আলী। এছাড়া ওই স্থানে থাকা একটি পুকুর ও সরকারি খালের অংশ বিশেষও তিনি ভরাট করে রেখেছেন বলে জানান, জাহানাবাদ গ্রামের বাসিন্দা মো. ইকরাম আলম উজ্জ্বল ও মো. সাইফুল ইসলাম সহ অনেকে। তারা আরো জানান, ইতিপূর্বে সাধারণ মানুষের হাটাচলার পথ খুলে দেয়ার জন্য মানববন্ধন করলেও রমজান ক্ষমতার প্রভাব দেখিয়ে স্থানীয়দের হুমকি দিচ্ছেন। ভাটিয়ারীর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন বলেন, কদমরসুল জাহানাবাদের মুন্সী মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা রমজান আলী সরকারি ৮-১০ একর জায়গা দখল করে রেখেছে। কিন্তু সে কারো কথা কর্ণপাত করছে না। এবিষয়ে ছাত্রলীগ নেতা রমজান আলীর কাছে জানতে চাইলে তিনি দখল বিষয়ে নিউজ না করার অনুরোধ জানিয়ে তার সাথে দেখা করার জন্য বলেন। সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। সওজ চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমদ জানান, রমজান আলী নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দখলের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জমি দখলের অভিযোগ
- চট্টগ্রাম