প্রধানমন্ত্রীকে খাওয়াবেন, হাউস্টনে স্পেশ্যাল 'মোদী থালি' বানালেন রেস্তোরাঁ মালকিন!
এইসময় (ভারত)
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৩
world: কিরণ বার্মা মূলত দুই রকমরে থালি প্রস্তুত করেছেন মোদীর জন্য। একটি হল নমো থালি আর একটি নমো মিঠাই। দেশি ঘি দিয়ে তৈরি হচ্ছে প্রতিটি খাবার। তবে সূত্রের আরও খবর, মূলত মোদীকে চমক দিতেই এই খাবারের আয়োজন করছেন কিরণ। মার্কিন মুলুকে কিরণ বার্মা একটি চর্চিত নাম। সে দেশের নানান প্রান্তে রয়েছে তাঁর রেস্তরাঁ চেন-- 'কিরণস'।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে