দেশে এই প্রথম আর্থিক প্রতারণা মামলায় শিম্পাঞ্জি 'অ্যাটাচ' ED-র
এইসময় (ভারত)
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৫
nation: ২০১৪ সালের জানুয়ারি মাসে কলকাতার বাগুইআটির একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় ৩টি শিম্পাঞ্জি, চারটি মার্মোসেট এবং প্রায় আড়াইশো পাখি। বিদেশে বন্যপ্রাণী চোরাচালানের অভিযোগে গ্রেফতার হন ওই বাড়ির মালিক সুপ্রদীপ গুহ। পৃথক দু'টি মামলা দায়ের করে কাস্টমস এবং পশ্চিমবঙ্গের বন দফতর। সেই মামলার সূত্র ধরেই পরবর্তী কালে সুপ্রদীপের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলাও দায়ের হয়।