BS6-এর নিরিখে সবার প্রথমে Maruti Suzuki, তালিকায় সংস্থার ৭ গাড়ি
business news: মারুতি সুজুকির পেট্রোল চালিত বাহনের অর্ধেকই এখন BS6 যুক্ত। সরকারের এমনই দৃষ্টিভঙ্গির সঙ্গে একসারিতে দাঁড়িয়ে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড (Maruti Suzuki India Limited) এর তরফে ঘোষণা করা হয়েছে যে BS6 পরিসরের যানবাহনের জন্য কোম্পানি গ্রাহকদের কাছ থেকে অত্যন্ত উৎসাহজনক সাড়া পেয়েছে। বর্তমানে বিক্রি হওয়া কোম্পানির পেট্রল চালিত যানবাহনের প্রায় ৭০ শতাংশই BS6 মডেলের গাড়ি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.