সোসাইটি ভবন নিয়ে জটিলতা
প্রথম আলো
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫১
ঘর বাঁধা তো সহজ কাজ নয়। নগরসভ্যতা এই ঘর বাঁধাকে আরও কঠিন করে দিয়েছে। যেকোনো নগরীতে ভাড়াটে মাত্রই জানে নিজের একটি ঘর না থাকার যন্ত্রণা। নিউইয়র্ক নগরীর আলো ঝলমলে সুউচ্চ ভবনগুলোর পাশেই শুয়ে থাকা গৃহহীনেরা এরই প্রমাণ বহন করে। সবার থাকে না নিজস্ব ছাদ। এই ছাদের নিশ্চয়তা জোগাড়ে অনেককে এক জীবন কাটিয়ে দিতে হয়। এ কথা সত্য সংগঠনের ক্ষেত্রেও। বলা হয়ে থাকে যে, সম্পদ গড়া যত কঠিন, তার চেয়েও কঠিন একে রক্ষা...