![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2017/06/01/bc300ae9a6a6a6117ce002f6e28a48bf-592fb7aa33b49.jpg?jadewits_media_id=855786)
ফ্ল্যাট কেনার আগে দেখে নিন রাজউকের অনুমোদন আছে কি না
প্রথম আলো
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৪
বাড়ি, প্লট বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অনেকেই প্রলুব্ধ হয়ে তাড়াহুড়ো করে কেনার চুক্তিতে চলে যান। বিক্রেতা প্রতিষ্ঠানটি সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেন না। এটিই সবচেয়ে বড় ভুল। বিক্রেতা প্রতিষ্ঠানের জমির দলিলপত্র, চুক্তিপত্রগুলো একজন আইনজীবীকে দেখিয়ে বুকিং দেওয়া উচিত।