বাদুড়ের অভয়াশ্রম সৈয়দপুর
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৫
নীলফামারী: নির্জন বা অন্ধকার বাগান ও গুহায় থাকে। দিনের আলোয় চলাচল করতে পারে না। সন্ধ্যাই তার ডানা মেলার শ্রেষ্ঠ সময়। খাদ্যানুসন্ধানে ঘুরে বেড়ায় এদিক-ওদিক। এটি হলো নিশাচর প্রাণী বাদুড়। আর এ বাদুড়ের বাড়ি বা অভয়াশ্রম গড়ে উঠেছে নীলফামারীর সৈয়দপুরের বাঙালিপুর ইউনিয়নের ভগতপাড়ায়।