অজানা-অচেনা কত লোকের সঙ্গেই তো 'বন্ধুত্ব' হয় ফেসবুকে। তরুণ আরিয়ান আহমেদের সঙ্গেও সেভাবে পরিচয় হয়েছিল এক স্কুলছাত্রীর। মেসেঞ্জারে কথোপকথনে খানিকটা ঘনিষ্ঠতাও গড়ে উঠেছিল। এরপর তাকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য সাধাসাধি শুরু করে আরিয়ান। ফাঁদে পা দেয় কিশোরী। পূর্বপরিকল্পিতভাবে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার উপকণ্ঠ আশুলিয়ার একটি ফাঁকা বাসায়।