বয়স, সে কেবল একটা সংখ্যা! তা না হলে ৯৭ বছর বয়সে কেউ সাঁতার কাটতে নামে। তাও আবার পেশাদার সাঁতারু। রয়েছে বিশ্বরেকর্ডও। যা কল্পনাকেও হার মানায়।