শিখে নিন 'থাই স্টাইল সবজি' রান্নার সবচাইতে সহজ ও সুস্বাদু রেসিপিটি
প্রকাশিত: ২৩ মে ২০১৫, ০৮:২৫
আপডেট: ২৩ মে ২০১৫, ০৮:২৫
আপডেট: ২৩ মে ২০১৫, ০৮:২৫
(প্রিয়.কম) এই গরমে যতো কম মসলা জাতীয় খাবার খাওয়া যায় স্বাস্থ্যের জন্য ততোই ভালো। এছাড়া গরমও বেশ কম লাগে যদি স্বাস্থ্যকর কম মসলায় তৈরি সবজি খাওয়া হয়। কিন্তু আমরা যেভাবে সবজি রান্না করি তাতে কম মসলায় রান্না একেবারেই স্বাদ লাগে না। চাইনিজ বা থাই স্টাইলের সবজি কিন্তু বেশ সুস্বাদু লাগে খেতে কম মসলায় রান্না করা হলেও। চলুন না তাহলে আজকে থাই স্টাইলের খুব সহজ কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি সবজি রেসিপি শিখে নেয়া যাক।
উপকরণঃ

পদ্ধতিঃ
- - ক্যাপসিকাম বাদে সব সবজি ৩ চা চামচ কর্ণফ্লাওয়ার ও সামান্য লবণ দিয়ে আধাসেদ্ধ করে নিন। এতে সব্জির রঙ ঠিক থাকবে। খেয়াল রাখবেন সবজি যেনও গলে না যায়। আধা সেদ্ধ হলে পানি ছেঁকে নিন সবজি থেকে।
- - এরপর প্যানে সামান্য তেল দিয়ে গরম করে আদা-রসুন বাটা বাদামি না হওয়া পর্যন্ত নেড়ে নিন অল্প আঁচে। এতে দিন আধা সেদ্ধ করে রাখা মুরগির টুকরো। ভাজতে থাকুন। তারপর লবণ, গোলমরিচ গুঁড়ো ও সয়সস দিয়ে আর ৪-৫ মিনিট ভাজা ভাজা করে নিন মুরগির মাংস।
- - এবারে ক্যাপসিকাম, হলুদ ও পেঁয়াজ দিয়ে ২-১ মিনিট নেড়ে সব সবজি দিয়ে ৪-৫ মিনিট ভালো করে নেড়ে নিন। তারপর ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে থাকুন।
- - এরপর পানি যখন একটু কমে যাবে তখন ঢাকনা খুলে আধা কাপ পানিতে বাকি কর্ণফ্লাওয়ার গুলিয়ে ঢেলে দ্রুত নেড়ে মিশিয়ে নিন যাতে কর্ণফ্লাওয়ার দলা না ধরে যায়।
- - এরপর ২ মিনিট রেখে উপরে চিনি ছিটিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে ফেলুন। এই সবজি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। যদি চান তাহলে ভাত বাদ দিয়ে ১ বাটি সুধু সবজিই খেয়ে নিন। স্বাদ ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে।
- ট্যাগ:
- খাবার
- লাইফ
- রেসিপি
- থাই ভেজিটেবল কারী
- সবজি রেসিপি
১ ঘণ্টা, ৪৪ মিনিট আগে
১ ঘণ্টা, ৫৪ মিনিট আগে
২ ঘণ্টা, ১০ মিনিট আগে
৪ ঘণ্টা, ৩৩ মিনিট আগে
৪ ঘণ্টা, ৩৪ মিনিট আগে
১১ ঘণ্টা, ৫২ মিনিট আগে
১২ ঘণ্টা, ১১ মিনিট আগে