
ছবি সংগৃহীত
যৌতুক নিরোধ আইন সংশোধন করছে সরকার
আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭, ২৩:০৭
ফাইল ছবি
(প্রিয়.কম) যৌতুক নিরোধ আইন সংশোধন করছে সরকার। যৌতুকের জন্য কাউকে আত্মহত্যায় প্ররোচিত করলে মৃত্যুদণ্ড, মৃত্যুর দিকে ঠেলে দিলে বা মারাত্মক জখম করলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে এই আইনে। সোমবার দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
‘যৌতুক নিরোধ আইন-১৯৮০’ নামে প্রচলিত আইনটিতে যৌতুক দাবি ও লেনদেনের শাস্তি নির্দিষ্ট করা থাকলেও যৌতুক চেয়ে নির্যাতনের শাস্তি নিয়ে বিস্তারিত কিছু বলা নেই।
এ কারণে শাস্তি সুনির্দিষ্ট করে ‘যৌতুক নিরোধ আইন-২০১৭’-এর খসড়া প্রণয়ন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। নীতিগত অনুমোদন পেতে খসড়াটি আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য এজেন্ডাভুক্ত করা হয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে যৌতুকের বিচার হয় অন্য আইনের আলোকে। কারণ যৌতুক নিরোধ আইনটি স্বয়ংসম্পূর্ণ নয়। সময়ের সঙ্গে তাল মেলাতেই আইনটি সংশোধন করা হচ্ছে।
প্রিয় সংবাদ/কেএ