
ছবি সংগৃহীত
প্রিয় গন্তব্য: শামলাপুর সমুদ্র সৈকত
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৭, ১৬:৩৪
আপডেট: ১৯ মার্চ ২০১৭, ১৬:৩৪
আপডেট: ১৯ মার্চ ২০১৭, ১৬:৩৪
অপূর্ব একটি সূর্যাস্ত। ছবি: সংগৃহীত।
(প্রিয়.কম): পর্যটকদের আকর্ষণের মূলে থাকে সেন্টমার্টিন। তবে টেকনাফ হয়ে সেন্ট মার্টিন চলে যাওয়ার আগে একবার ভাবুন তো সবুজ পাহাড় ঘেরা টেকনাফে দেখার মতো চমৎকার কিছু মিস করছেন না তো?
টেকনাফের কাছে বাহারছড়া ইউনিয়নের পাশেই রয়েছে অতুলনীয় সুন্দর একটি সমুদ্র সৈকত - শামলাপুর সমুদ্র সৈকত। মাছধরার নৌকা আর জেলেরা ছাড়া সেই ভাবে কোনো মানুষজন চোখে পড়বে না এখানে। নিরিবিলি একান্ত শান্ত পরিবেশ পেতে হলে শামলাপুরের জুড়ি নেই। এখানে শুধু আপনি আর সমুদ্র।

ফেনিল সমূদ্র। ছবি: সংগৃহীত।
উত্তাল সমুদ্র আর সাথে পাবেন ঝাউবনের সবুজ ছোঁয়া। কেউ কেউ একে বাহারছড়া সমুদ্র সৈকত নামেও ডাকে। সমুদ্রের গর্জন, শান্ত পরিবেশে শুধু প্রকৃতির কুজন, জেলেদের মাছ ধরার দৃশ্য সব মিলিয়ে এ যেন ছেলেবেলায় পড়া কোন উপন্যাসের পটভূমি।
কিভাবে যাবেন:
টেকনাফ থেকে হোয়াইক্যং রোড ধরে ২০ কিলোমিটার দূরত্বে শামলাপুর। যেতে হবে সিএনজি বা অটো রিকসাতে। আবার কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে যেতে পারেন শামলাপুর বা বাহারছড়া সমুদ্র সৈকতে। সময় লাগবে মাত্র ২ ঘন্টা।
কোথায় থাকবেন:
শামলাপুরে থাকার কোন জায়গা নেই। সেজন্য বেছে নিতে পারেন কক্সবাজার বা টেকনাফের কোন হোটেল।
সম্পাদনা: ড. জিনিয়া রহমান।
আপনাদের মতামত জানাতে ই-মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।
জাগো নিউজ ২৪
| ভারত
৩ ঘণ্টা, ৩৩ মিনিট আগে
৩ ঘণ্টা, ৪৮ মিনিট আগে
৩ ঘণ্টা, ৪৯ মিনিট আগে
৩ ঘণ্টা, ৫১ মিনিট আগে
৩ ঘণ্টা, ৫২ মিনিট আগে