
ছবি সংগৃহীত
অভাব নয়, লোভের কারণে দুর্নীতি হচ্ছে: দুদক
আপডেট: ২৪ জানুয়ারি ২০১৭, ১৪:০৭
ফাইল ছবি
(প্রিয়.কম) দেশে এখন অভাবের জন্য নয়, লোভের কারণে দুর্নীতি হচ্ছে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের ‘দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। দুদকের অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসির বিতার্কিকদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে।
দেশের অর্থনীতি এখন অনেক অন্তর্ভুক্তিমূলক জানিয়ে ইকবাল বলেন, তাই অভাবের কারণে খুব বেশি দুর্নীতি হয় না বরং দুর্নীতি যা হচ্ছে তা অতি লোভের কারণেই হচ্ছে। তাই কমিশন চায় সমাজের প্রতিটি স্তর হতে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে।
ইকবাল মাহমুদ বলেন, তরুণ প্রজন্মের প্রতিনিধিগণ, দুর্নীতি প্রতিরোধে যে সকল সুপারিশ প্রণয়ন করবে কমিশন তা বাস্তবায়নে বিবেচনা করতে পারে। তবে এই সুপারিশমালা অবশ্যই সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, বাস্তবায়নযোগ্য, প্রাসঙ্গিক ও সময়াবদ্ধ হতে হবে।
এ ছাড়া দুর্নীতিকে প্রতিরোধ করে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে চাই।
প্রিয় সংবাদ/কেএ/এফকে