ছবি সংগৃহীত

মুসফিকুর রহমান সুভ’র ‘মেঘ পরীর ভালোবাসার রসায়ন’

এম. মিজানুর রহমান সোহেল
জেষ্ঠ্য প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৫
আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৫

লেখক মুসফিকুর রহমান সুভ’র প্রথম গল্পগ্রন্থ ‘মেঘ পরীর ভালোবাসার রসায়ন’। ছবি: সংগৃহীত।

(প্রিয়.কম) এবারের একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও তরুণ লেখক মুসফিকুর রহমান সুভ’র প্রথম গল্পগ্রন্থ ‘মেঘ পরীর ভালোবাসার রসায়ন’। আলোকবর্তিকা থেকে প্রকাশ পাওয়া বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। গল্পগ্রন্থটি পাওয়া যাচ্ছে দোয়েল প্রকাশনীর ৩২৮ নম্বর স্টলে। দাম রাখা হয়েছে ১২০ টাকা। বইটি এর মধ্যেই জনপ্রিয় ও সব বয়সী পাঠকদের আকৃষ্ট করেছে।

মেঘ পরীর ভালোবাসার রসায়ন ভালোবাসার অতিসাধারণ একটি গল্প। বইটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোবাসা ছড়ানো। ভালোলাগা থেকে ভালোবাসা এরপর ভালোবাসার প্রাপ্তি মিলিয়েই এই গল্পগ্রন্থটি।

‘মেঘ পরীর ভালোবাসার রসায়ন’ সম্পর্কে প্রকাশক মাহমুদ সালেহীন খান বলেন, লেখকের সাহিত্যের এই প্ল্যাটফর্মে পা একেবারে নতুন। কিন্তু বইটি পড়লে মনে হবে না তার লেখা প্রথম গল্পগ্রন্থ এটি। শব্দ, বাক্য আর বইয়ের ভাষাগত দিক খুবই চমৎকার। বইটি পড়তে সত্যিই সবার ভালো লাগবে। বইয়ে মেঘ পরীর ভালোবাসার জয় হয়েছে গল্পে একেবারে শেষ। উত্তেজনায় ভরপুর গল্পের প্লটগুলো লেখক চমৎকার করে সাজিয়েছেন।

সাংবাদিক ও তরুণ লেখক মুসফিকুর রহমান সুভ বলেন, আমি চেষ্টা করেছি পাঠকদের আমার সেরাটা দেবার। কারণ ‘মেঘ পরীর ভালোবাসার রসায়ন’ গল্পগ্রন্থটি আমার লেখা প্রথম বই। আমি চাই প্রথম বইয়ের মাধ্যমেই পাঠকের মন জয় করতে। কতটুকু পারব সেটি জানি না, তবে আমার ‘মেঘ পরীর ভালোবাসার রসায়ন’ পড়তে সবার ভাল লাগবে এটুকু বলতে পারি।

উল্লেখ্য, মুসফিকুর রহমান সুভ পেশায় একজন সাংবাদিক। বর্তমানে জাতীয় দৈনিক ঢাকা রিপোর্ট-এর নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত। এ ছাড়া সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কাজে রয়েছে তার প্রবল আগ্রহ ও সম্পৃক্ততা। কলেজ জীবনে বেশ কিছু মঞ্চ নাটকে অভিনয় করেছেন তিনি। এরইমধ্যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে লেখকের ঝুলিতে যোগ হয়েছে বেশ কিছু সম্মাননা।

সম্পাদনা: কামরুল