
মিয়া খলিফা। ছবি: সংগৃহীত
সেলফি তুলতে গিয়ে মিয়া খলিফার ঘুষি খেলেন যুবক!
আপডেট: ২৯ জুন ২০১৭, ১৩:২৮
(প্রিয়.কম) নীল ছবির নায়িকা মিয়া খলিফা বিশ্বব্যাপী পরিচিত। যারা নীল দুনিয়ার অন্ধকার অন্তর্জালে নিয়মিত যাতায়াত করেন, তাদের কাছে জনপ্রিয় একটি নাম মিয়া খলিফা। আর তাই তো প্রকাশ্যে এই তারকাকে দেখতে পাওয়া তার ভক্তদের জন্য বিরাট পাওয়া। যে কারণে লেবানন অধিবাসী মিয়ার সঙ্গে সেলফি তুলে বিপাকে পড়লেন এক যুবক।
সেলফি নিতে গিয়ে এই কাণ্ড হবে হয়তো একবারের জন্যও ভাবেননি কুড়ি বছর বয়সের যুবকটি। সাহস দেখিয়ে প্রাক্তন পর্ন অভিনেত্রী মিয়া খলিফার সঙ্গে দাঁড়িয়ে সেলফি নেবেন ভেবেছিলেন। অনুমতি নেওয়ার প্রয়োজনও মনে করেননি। আর তাই কাল হলো। যেই না ফোনটা সামনে তুলে সেলফি নিতে যাবেন, অমনি তার নাকে দড়াম করে দিয়ে এক ঘুষি দিয়ে সামনে হাঁটা দেন খলিফা।

মিয়া খলিফার সঙ্গে সেলফি তুলে মার খেলেন এই যুবক। ছবি: সংগৃহীত
এদিকে ততক্ষণে নাক ফুলে লাল হয়ে গেছে যুবকের। আর গতরাতে ঘটনাটা জানাজানি হলো। নিজে থেকেই টুইটারে মার খাওয়ার ছবি পোস্ট করেছেন টেক্সাসের সান আন্তোনিও থেকে আসা সেই যুবক। ক্যাপশনে লিখেছেন, ‘খলিফার সঙ্গে ছবি তুলতে গিয়ে ঘুষি খেয়েছি।‘ টুইটটি পোস্ট করা মাত্র কমেন্টস আসতে শুরু করে।
টুইটটি নিমেষে ভাইরাল হয়ে ওঠে। একের পর এক লাইক ও প্রতিক্রিয়া আসতে থাকে। অনেকেই মিয়ার এই আগ্রাসী মনোভাবের সমালোচনা করেন। তবে মিয়ার পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ। এর আগে অনেকে খলিফার সঙ্গে নিজের তোলা ছবি পোস্ট করেছেন। লিখেছেন, তারাও ছবি তুলেছেন। তবে এমন অভিজ্ঞতার মুখে পড়তে হয়নি। কারণ তারা যথাযথ অনুমতি নিয়েই সেলফি তুলেছিলেন। অনেকেই মিয়া খালিফার সঙ্গে হাসিমুখের ছবি পোস্ট করে লেখেন, ‘মিয়ার সম্পর্কে ভুল ধারণা রাখবেন না।’
তবে মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। এর আগে এই পর্নতারকার বিরুদ্ধে প্রাক্তন মিস ওলে-কে প্রকাশ্যে অপমান করার অভিযোগ ওঠে। এক ফুটবলার তার অশ্লীল ছবি চেয়েছেন বলে অভিযোগ তুলে তার সঙ্গে চ্যাটের স্ক্রিনশট মিয়া পোস্ট করে দিয়েছিলেন টুইটারে।
এদিকে এই দুর্ঘটনায় টুইটারে প্রতিক্রিয়া দিয়েছেন মিয়া খলিফা নিজেও। লিখেছেন, ‘যারা আমার অনুমতি নিয়ে ছবি তুলেছো, তারা ভালো। বিনা অনুমতিতে ছবি তোলার মানে হয় না।’ তবে এই প্রসঙ্গে আফসোস নেই মার খাওয়া যুবকের। একদিক থেকে দেখলে, স্বপ্ন পূরণ হয়েছে সেই যুবকের!
সূত্র: পিঙ্কভিলা
- ট্যাগ:
- তারকার জীবন
- জটিল
- মিয়া খলিফা
- পর্নস্টার
- পর্ণ তারকা