ছবি সংগৃহীত

প্রিয় গন্তব্য: ইলিশ খেতে মাওয়া ফেরিঘাট

আফসানা সুমী
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৭, ১৭:৪৩
আপডেট: ১৩ মার্চ ২০১৭, ১৭:৪৩

এমন এক প্লেট খাবার পেলে আর কি চাই! ছবি: সংগৃহীত
 
(প্রিয়.কম) মন যখন পথিক, গন্তব্য তখন হুটহাট যখন তখন যেখানে সেখানে। আর সেই গন্তব্য শুধু চোখের শান্তি খোঁজে না, খোঁজে স্বাদের শান্তিও! পদ্মার ইলিশ খেতে মাওয়া ফেরিঘাটে তাই ভোজনরসিক ভ্রমণকারীদের ভিড় হয় প্রায়ই। ইলিশের বিশেষ মৌসুম, অর্থাৎ ইলিশ ধরা যে সময় নিষিদ্ধ সেই সময় ছাড়া সারা বছরই এখানে ইলিশ পাওয়া যায়।
 
পেটপুরে খাওয়ার পাশাপাশি ঘুরে বেড়াতে পারেন পদ্মায়। স্পীড বোটে চলে যেতে পারেন নদীর ওপারে। ওপারে যেতে ২০-২৫ মিনিটের মতো লাগে; ভাড়া ১৫০ টাকা। লঞ্চেও যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া অনেক কম আর সময় বেশি। দেখতে পারেন নদীতে সূর্যের আলোর খেলা। তবে সাঁতার না জানলে নদীতে নামা থেকে বিরত থাকুন।


তাজা ইলিশের দোপেয়াজা। ছবি: সংগৃহীত
 
মাওয়া ঘাটের হোটেল থেকে ইলিশ না খেয়ে নিজে কিনে তারপর খেতে চাইলে সে ব্যবস্থাও আছে। তবে যেতে হবে একটু সকাল সকাল। জেলেদের কাছ থেকে নিজে দেখে কিনবেন! হোটেলে রান্না করে দেবে। হাতে সময় থাকলে কাছের লৌহজং এ চলে যেতে পারেন। সেখান থেকে নৌকায় ঘুরে আসতে পারেন পদ্মা রিসোর্ট। রিসোর্টে রাতে থাকার ব্যবস্থা আছে, তবে না থাকতে চাইলে মাত্র ৫০ টাকা প্রবেশ মূল্য দিয়ে শুধু ঘুরে আসতে পারবেন।
 
আপনার সামনেই এভাবে ভেজে দেবে ইলিশ। ছবি: সংগৃহীত
 
অনেকে পূর্নিমা দেখার জন্যেও বেছে নেন জায়গাটি। মোটেও নিরিবিলি নয়, লোকে লোকারণ্য থাকে এলাকাটি, তাই নিরাপত্তার ভয় নেই। সারারাত আড্ডা আর হোটেলে খাওয়া-দাওয়া করে ভোরে ফিরে আসতে পারেন।
 
কীভাবে যাবেন:
গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে ইলিশ বা বি আর টি সি বাসে যেতে পারেন মাওয়া ফেরিঘাট। মিরপুর ১০, ফার্মগেট , শাহবাগ থেকে যেতে পারেন স্বাধীন পরিবহন এ।
 

সম্পাদনা ড. জিনিয়া রহমান।

আপনাদের মতামত জানাতে ই-মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।