
কেওক্রাডং এর উপর থেকে দূরে আরও কত পর্বত। ছবি: ইশতিয়াক মাহমুদ।
পাহাড় আর পর্বতে পার্থক্য কি
আপডেট: ২৭ মে ২০১৭, ২২:০৫
(প্রিয়.কম): একথা কি আপনার মনে হয়েছে বিভিন্ন সময়, আচ্ছা, পাহাড় আর পর্বতের মাঝে পার্থক্য কি? কেন একটাকে পাহাড় বলা হয় আর অন্যটাকে পর্বত? এটা নিয়ে যুগে যুগে হয়েছে নানা রকম তর্ক-বিতর্ক। সেটা কমবেশী এখনও চলে আসছে।
জানেন কি, আমেরিকায় আজকাল বিতর্ক চলছে, পাহাড় আর পর্বতের সব পার্থক্য ঘুচিয়ে দিয়ে সবগুলোকেই পর্বত তথা মাউন্টেইন বলে ডাকা হোক! যদিও তাদের দেয়া বর্তমান সংজ্ঞায়, কোন খাড়া উঁচু স্থান যদি আশে পাশের এলাকা থেকে কমপক্ষে ১০০০ ফুট উঁচু হয়, তাহলে সেটাকে পর্বত বলা যেতে পারে। এর নিচে যা আছে সব পাহাড়। তবে তারা চিন্তা ভাবনা করছেন পাহাড় বা হিল ব্যাপারটাকেই বাদ দিয়ে দেবেন।
অনেক সময়ই উঁচু পর্বতের নিচে থাকে বড় জলাশয়। ছবি: সংগৃহীত।
সেই হিসাবে চিন্তা করলে বাংলাদেশে অনেকগুলো পর্বত রয়েছে। বাংলাদেশে ১০০০ ফুট এর চেয়ে উঁচু চুড়া রয়েছে বিশটিরও বেশি। বেশিরভাগই পড়েছে পার্বত্য-চট্টগ্রাম অঞ্চলে, অল্পকিছু পড়েছে সিলেটের বিভিন্ন এলাকায়।
নিচে একটি তালিকা দেয়া হল, যাতে ৩০০০ ফুট এর উপরে উচ্চতা সম্পন্ন ১২টি পর্বতের কথা উল্লেখ করা হল।
১ | সাকা হাফং/ মোদক তুয়াং | ৩,৪৬৫ ফুট (১,০৫৬ মিটার) | থানচি, বান্দরবান |
|
২ | মোদক মুয়াল | ৩,৩৩৫ ফুট (১,০১৭ মিটার) | থানচি, বান্দরবান |
|
২ | দুমলং | ৩,৩১৪ ফুট (১,০১০ মিটার) | বিলাইছড়ি, রাঙামাটি |
|
৪ | জোগি হাফং | ৩,২৫১ ফুট (৯৯১ মিটার) | থানচি, বান্দরবান |
|
৫ | কেওক্রাডং | ৩,২৩৫ ফুট (৯৮৬ মিটার) | রুমা, বান্দরবান |
|
৬ | মাইথাই জামা হাফং | ৩,১৭৪ ফুট (৯৬৭ মিটার) | বিলাইছড়ি, রাঙামাটি |
|
৭ | থিংদৌল তে ত্ল্যাং | ৩,১৪৯ ফুট (৯৬০ মিটার) | রুমা, বান্দরবান |
|
৮ | মুখ্রা থুথাই হাফং | ৩,১২৯ ফুট (৯৫৪ মিটার) | বিলাইছড়ি, রাঙামাটি |
|
৯ | কপিতাল/ক্যাপিটাল | ৩,০৯৪ ফুট (৯৪৩ মিটার) | রুমা, বান্দরবান |
|
10 | ক্রেইকুং তাউং/ন্যারা্ম্ ত্ল্যাং | ৩,০৮৩ ফুট (৯৪০ মিটার) | রুমা, বান্দরবান |
|
11 | রাং ত্লাং | ৩১২৩ ফুট (৯৫২ মিটার) | বিলাইছড়ি, রাঙামাটি | |
12 | নাসাই হুম | ৩,০০৫ ফুট (৯১৬ মিটার) | থানচি, বান্দরবান |
|
লিস্ট থেকে দেখা যায় যে বাংলাদেশের ৩০০০ ফুট এর উপরে সবগুলো পর্বতই রয়েছে পার্বত্য-চট্টগ্রাম এলাকায়। এছাড়া ১০০০ ফুট এর নিচে যে পাহাড়গুলো রয়েছে, সেগুলো সিলেট, চট্টগ্রাম, পার্বত্য-চট্টগ্রাম এলাকাজুড়ে রয়েছে। বেশিরভাগ এর নামের সাথে পর্বত নয় বরং পাহাড় শব্দটিই পাওয়া যাবে! এর কারণ হল পর্বতের ধারনায় ১০০০ ফুট এর যে বিষয়টা, সেটা তুলণামুলক আধুনিক ধারনা। আর তাই, এইসব পর্বতগুলোর নামকরণের সময় মানুষ পুর্ববর্তী ধারনার সাথে মিলিয়ে পাহাড় শব্দটা জুড়ে দিয়েছিল।
সম্পাদনা: ড. জিনিয়া রহমান।
আপনাদের মতামত জানাতে ই-মেইল করতে পারেন zinnia@priyo.com এই ঠিকানায়।