কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন ওবায়দুল কাদের। ফাইল ছবি

‘খালেদা জিয়া জেলে যাওয়ার পর দল এলোমেলো হয়ে গেছে’

মুহম্মদ আকবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৮, ১৮:১৯
আপডেট: ০৬ মার্চ ২০১৮, ১৮:১৯

(প্রিয়.কম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলে যাওয়ার পর দল এলোমেলো হয়ে গেছে।’

৬ মার্চ, মঙ্গলবার বেলা ২টায় সেতু ভবনে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘তারা নিজেরা নিজেদের সরিয়ে ফেলছে কি না এটাই আমাদের সন্দেহ হচ্ছে। আমরা তো জানতাম তারা নির্বাচনে আসবে। এখন তারা যদি বলে তাদের সরিয়ে রাখার বিষয়, সরিয়ে কে রাখছে, বেগম জিয়াকে আদালত দণ্ড দিয়েছে। জেলে আছেন আদালতের আদেশেই। এখানে সরকারের কোনো বিষয় নেই। আদালত যদি তাকে মুক্তি দেয়, দণ্ড থেকে খালাস দেয়, আমাদের কোনো কিছু বলার নেই, এখানে সরকারের কোনো কিছু করার নেই।’

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি ইলেকশনে আসলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এতে আমাদের লস কোথায়? আমরা একটা ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন চাই। বেগম জিয়া এরেস্টের পর তারা আসলে এলোমেলো হয়ে গেছে। তারা নিজেরা একেক সময় একেক কথা বলে, তারা নিজেরা নিজেদের মধ্যে কোনো মিল নেই, তাদের নেতাদের মধ্যে কোনো মিল নেই, তারা একেক জন একেক সময় একেক কথা বলে এবং তাদের কর্মসূচির ঠিক নেই। মিনিংফুল কোনো কর্মসূচি তারা দিতে পারেনি। তাদের ডাক জনগণ শুনে না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ড. জাফর ইকবালের ওপর হামলায় আওয়ামী লীগের হাত আছে এটা বাংলাদেশের কেউ বিশ্বাস করবে না। এ ধরনের কথা বললে বিএনপির ভোট ব্যাংকের ক্ষয় হবে। আওয়ামী লীগ জাফর ইকবালের ওপর হামলা করবে এটা বিএনপির মিথ্যাচারের ভাঙা রেকর্ডের অংশ।’

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী