প্রিয় পে—বাক্কো সমঝোতা স্মারক: ক্রসবর্ডার পেমেন্ট হবে এখন আরও সহজ

নিজস্ব প্রতিবেদক
প্রিয় নিউজ
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫, ১৮:০৫
আপডেট: ০৬ নভেম্বর ২০২৫, ১৮:০৫

ক্রসবর্ডার পেমেন্ট সার্ভিস আরও সহজলভ্য করতে প্রিয় পে’র সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক ক্লায়েন্টের পেমেন্ট গ্রহণ ও দেশীয় ব্যাংকের মাধ্যমে অর্থ উত্তোলন আরও সহজ হলো প্রতিষ্ঠানটির সদস্যদের জন্য।

সম্প্রতি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রিয় ইনক.-এর চিফ অপারেটিং অফিসার মো. শহরিয়ার ফেরদৌস এবং বাক্কো’র ভাইস প্রেসিডেন্ট মো. তানজিরুল বাশার। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয় পে’র হেড অব অপারেশনস পাইক ইকবাল হোসেন, বাক্কো’র এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর মো. সেলিম সরকার প্রমুখ।

এই পার্টনারশিপের মাধ্যমে বাক্কো’র সদস্যদের জন্য বিশেষ সুবিধা ও সহজতর পেমেন্ট সেবা প্রদান করবে প্রিয় পে, যার ফলে বাংলাদেশের আউটসোর্সিং পেশাজীবী ও কোম্পানিগুলো দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ীভাবে আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণ করতে পারবে। এর আওতায় এক্সক্লুসিভ সুবিধা পাওয়া যাবে, তা হচ্ছে- এক বছরের জন্য বিনামূল্যে আমেরিকান ব্যাংক অ্যাকাউন্ট, ইনকামিং এসিএইচ ট্রান্সফারে জিরো চার্জ, সর্বোচ্চ দশটি বিজনেস ডেবিট কার্ড ফ্রি ইস্যু, ডেডিকেটেড কী অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সার্ভিস এবং আরও নানান সুবিধা!

প্রিয় ইনক.-এর চিফ অপারেটিং অফিসার মো. শহরিয়ার ফেরদৌস বলেন, “বাংলাদেশের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর জন্য আন্তর্জাতিক পেমেন্টকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করাই আমাদের লক্ষ্য। বাক্কো’র সঙ্গে এই অংশীদারিত্ব সেই প্রচেষ্টারই একটি বড় পদক্ষেপ।”

এই উদ্যোগ বাংলাদেশের বিপিও খাতকে আরও শক্তিশালী ও বৈশ্বিক ফিনটেক প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করতে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে বলেও তিনি মনে করেন।