কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্ত্রী-সন্তানের সঙ্গে আইফেল টাওয়ারের সামনে সাকিব আল হাসান। ছবি: ফেসবুক

‘ভালোবাসার শহর’ থেকে সাকিব-শিশিরের ভালোবাসা

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ২০ জুলাই ২০১৯, ১২:২৩
আপডেট: ২০ জুলাই ২০১৯, ১২:২৩

(প্রিয়.কম) ‘প্যারিস’, তিন অক্ষরের একটি ছোট শব্দ। তবে এর মাঝে লুকিয়ে আছে সীমাহীন ভালোবাসা, হাজারো অনুভূতি, শত শত স্বপ্ন পূরণ করার ক্ষমতা। সব মিলিয়ে প্যারিসকে ‘ভালোবাসার শহর’ হিসেবে গণ্য করা হয়। কোনোরকম দ্বিধা ছাড়া বিশ্বের প্রায় সকল মানুষ প্যারিসকে ‘ভালোবাসার শহর’ হিসেবে মেনে নেন। এবার সেই ‘ভালোবাসার শহর’ থেকে ভালোবাসা জানিয়েছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

বিশ্বকাপ মিশন শেষে বেশ তড়িঘড়ি করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৭ জুলাই, রবিবার বাংলাদেশ সময় বিকেল ৫.২৬ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশি ক্রিকেটাররা।

এদিন এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা জাতীয় দলের ১১ ক্রিকেটার। তবে জাতীয় দলের সঙ্গে ফেরেননি সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ছুটি নিয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি।

এরই ধারাবাহিকতায় স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনা হাসান অউব্রিকে নিয়ে ইংল্যান্ড থেকে সুইজারল্যান্ডে উড়ে যান সাকিব। সেখানে স্ত্রী-সন্তানকে নিয়ে বেশ মজার সময় কাটান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সুইজারল্যান্ড থেকে সাকিবের পরিবার উড়ে যায় ইতালিতে। এখানেই শেষ নয়। ইতালি থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে ফ্রান্সে ছুটে গেছেন সাকিব। সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে ঘুরে বেড়াতে দেখা যায় তাদেরকে।

১৯ জুলাই, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন শিশির। এদিন শিশিরের ব্যক্তিগত ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট ছবিতে দেখা যায়, স্বামী-সন্তানকে নিয়ে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব-পত্নী।

ছবিটির ক্যাপশনে শিশির লেখেন, ‘ভালোবাসার শহর থেকে ভালোবাসা।’

সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু বিদায় নিতে হয়েছে লিগ পর্ব থেকেই। লিগ পর্বের ৯ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। এ ছাড়া একটি ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। সবমিলিয়ে ৭ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম অবস্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে মাশরাফি-সাকিব-তামিমদের।

লিগ পর্ব থেকে বিদায় নিলেও বিশ্বকাপজুড়ে উজ্জ্বল ছিলেন সাকিব। ব্যাটে-বলে সমানতালে আলো ছড়িয়েছেন তিনি। আট ম্যাচে তুলে নিয়েছেন দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি। বাকি ম্যাচটিতে আউট হয়েছেন ৪১ রানে। সবমিলিয়ে তার নামের পাশে রয়েছে ৬০৬ রান। এ ছাড়া বল হাতে নিয়েছেছেন ১১ উইকেট।

প্রিয় খেলা/আশরাফ