কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সেমিফাইনাল হারের পর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির আক্ষেপ। ছবি: সংগৃহীত

৬ মাস আগেই তিনি বলেছিলেন ‘ভারত সেমিফাইনালে হারবে’ (ভিডিও)

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ১১:২৮
আপডেট: ১৩ জুলাই ২০১৯, ১১:২৮

(প্রিয়.কম) নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ভারত। ঘটনার তিন-চার দিন পার হয়ে গেলেও এখনো ক্রিকেট বিশ্বে আলোচনার বিষয়বস্তু বিরাট কোহলির দল। বিশেষ করে ভারতীয়রা তো মানতেই পারছে না এই পরাজয়। বিভিন্নভাবে কাঁটাছেড়া চলছে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স।

একজন অবশ্য আগেই জানতেন, বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হারবে! সেই একজন হলেন ভারতের তামিলনাড়ুর জ্যোতিষী বালাজি হাসান। তার করা ভবিষ্যদ্বাণী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে তুমুল শোরগোল।

জানুয়ারিতে একটি টিভি অনুষ্ঠানে বিশ্বকাপে ভারত কেমন করবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন বালাজি। তখন তিনি বলেছিলেন, বিরাট কোহলির দল সেমিফাইনালের মঞ্চে হেরে বিদায় নেবে। আর চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড। পরশু কিউইদের কাছে সেমিতে হেরেই বিদায় নিয়েছে ভারত। আর বালাজির নিদানকে সত্য প্রমাণ করে ফাইনালে উঠেছে সেই নিউজিল্যান্ডই।

বালাজি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আশ্চর্যের ব্যাপার, সেমিতে কোন চার দল খেলবে সে ব্যাপারেও সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন বালাজি। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড—এ চারটি সেমিতে উঠবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। মজার ব্যাপার, গ্রুপপর্বের পয়েন্ট টেবিলে তাকালে এ চারটি দলের অবস্থান কিন্তু বালাজির কথার সঙ্গে হুবহু মিলে যায়!

ভিডিওতে দেখুন বালাজির সেই ভবিষ্যদ্বাণী-

পরশু সেমিতে নিউজিল্যান্ডের কাছে ভারত ১৮ রানে হারের পর বালাজির টিভি অনুষ্ঠানের সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যম ‘ডেকান ক্রনিকলকেও’ বালাজি বলেছিলেন, ‘খেলাধুলার জগৎ নিয়ন্ত্রণ করে বুধ ও রাহু। এখানে আমাদের তারকা ক্রিকেটারদের অবস্থান ভালো নয়। নিউজিল্যান্ড বিশ্বকাপ জিতবে।’

প্রিয় খেলা/আশরাফ