কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গানের একটি দৃশ্যে শাকিব খান। ছবি: সংগৃহীত

শাকিবের ‘পাসওয়ার্ড’-এর বিরুদ্ধে গানের সুর নকলের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ৩০ জুন ২০১৯, ১৬:৩৭
আপডেট: ৩০ জুন ২০১৯, ১৬:৩৭

(প্রিয়.কম) শাকিব খান-শবনম বুবলী অভিনীত ‘পাসওয়ার্ড’ ছবিটি শুটিং শুরুর আগ থেকেই নানা কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। আর ছবিটি মুক্তির পর কোরিয়ান ছবি ‘টার্গেট’র কিছু দৃশ্যের সঙ্গে মিল পাওয়ার পর সংশ্লিষ্টরা তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন। সে রেশ কাটতে না কাটতেই এবার ছবিটির একটি গানের (আগুন লাগাইলো) বিরুদ্ধে সুর নকল করার অভিযোগ তুলেছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন।

২৯ জুন, শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার একটি গানের সুর নকল করে ‘আগুন লাগাইলো’ গানটির সুর তৈরি করা হয়েছে বলে দাবি করেন ইমন।

এ বিষয়ে শওকত আলী ইমন ফেসবুকে লিখেছেন, ‘শেষ পর্যন্ত আমার গান ভারত থেকে নকল করিয়ে এনে আবার আমার দেশেই রিলিজ করলেন কেন এই প্রশ্নের উত্তর আমি শওকত আলী ইমন একটু জানতে চাই। একটু অনুমতি নিয়ে নিলে খুশি হতাম।’

চলতি বছরের ১৮ মার্চ ইমন শওকত নামের একটি ইউটিউব চ্যানেলে রোজিনা খানের কণ্ঠে গীতিকবি এ মিজানের লেখা ‘চন্দ্র তারা’ শিরোনামে গান প্রকাশ হয়। আর ওই গানের সুরের সঙ্গে ‘পাসওয়ার্ড’ ছবিতে কণ্ঠশিল্পী কোনালের কণ্ঠে ‘আগুন লাগাইলো’ গানটির সুরের মিল খুঁজে পেয়েছেন ইমন।

শওকত আলী ইমন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার পুরো গানের সুর চুরি করেছেন ভারতীয় সংগীত পরিচালক। কথা হলো গানটি তারা ভারতের লোক দিয়ে তৈরি করিয়েছেন দেশের গানের মানুষদের ওপর ভরসা হারিয়ে। স্বাভাবিকভাবে এই গানটি অনেক ভালো ও ব্যতিক্রমী হওয়ার কথা ছিলো। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে উল্টোটা। ভারতের সংগীত পরিচালক আমার গানের সুরই নকল করে তাদের দিয়ে দিলেন। মেধার এমন হাস্যকর অপচয়, অপমান পৃথিবীর আর কোনো দেশে হয় কী না আমার জানা নেই।’

এ বিষয়ে সেন্সরবোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু বলেছেন, ‘এ নিয়ে কেউ যদি কোনো লিখিত অভিযোগ সেন্সরবোর্ডে করে অবশ্যই সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।’ আগুন লাগাইলো গানটির সংগীত পরিচালনা করেছেন সংগীত পরিচালক লিংকন।

গানের সুর নকলের বিষয়ে ‘পাসওয়ার্ড’ ছবির পরিচালক মালেক আফসারী বলেছেন, ‘ছবিটি তো সুপারহিট হয়েছে। এখন অনেকেই অনেক কথা বলবে। আমি শওকত আলী ইমনের পোস্ট করা তার গানটি শুনিনি। তাই এটা নিয়ে এখন কিছু বলতে চাই না।’

প্রিয় বিনোদন/রুহুল