কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবিটি প্রতীকী, ইন্টারনেট হতে সংগৃহীত।

প্রিয় টিপস: ২৯ জুন, ২০১৯

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০৮:২৮
আপডেট: ২৯ জুন ২০১৯, ০৮:২৮

(প্রিয়.কম) টিপস বিভাগে প্রতিদিন আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিনের খুঁটিনাটি কাজে সাহায্য করে চমৎকারভাবে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত আরও একটি টিপস।

ব্রকলি যেভাবেই রান্না করেন না কেন, বাজে গন্ধ থেকেই যায় আর খেতে ভালো লাগে না একটুও? আজকের টিপসে জানিয়ে দিচ্ছি ব্রকলি থেকে বাজে গন্ধ দূর করে সুস্বাদু করে রান্না করার উপায়।

ব্রকলি রান্নার পূর্বে ভাপে সেদ্ধ করে নিন। পানিতে সরাসরি সেদ্ধ করলে ব্রকলির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই আপনার সুবিধাজনক উপায়ে ভাপে সেদ্ধ করে নিন আর ব্রকলি রান্নায় ব্যবহার করুন মাখন বা অলিভ অয়েল। আপনার ব্রকলি রান্না হয়ে উঠবে অপ্রত্যাশিত সুস্বাদু।

প্রিয় লাইফ/