কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ম্যাচ শেষে মাঠ ছাড়ছে দুই দল। ছবি: সংগৃহীত

দুরন্ত জয়ের পর গ্যালারিতে সমর্থকদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, দেখুন ভিডিওতে

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ১০:২৯
আপডেট: ১৮ জুন ২০১৯, ১০:২৯

(প্রিয়.কম) ৪২তম ওভারের তৃতীয় বল। শর্ট বল করেছিলেন শ্যানন গ্যাব্রিয়েল। স্ট্রাইকিং প্রান্তে থাকা লিটন কুমার দাস পুল করে ফাইন লেগ দিয়ে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। কাঙ্খিত এই চার রানে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে চলমান বিশ্বকাপে ঐতিহাসিক এক জয় পেল বাংলাদেশ।

৫১ বল ও ৭ উইকেট হাতে রেখে উইন্ডিজের বিপক্ষে এমন জয় নিঃসন্দেহে বিশেষ এক অর্জন। ইংল্যান্ড থেকে সুদূর প্রায় ৫ হাজার মাইল দূরে বাংলাদেশে বসে টিভি সেটের সামনে আনন্দে লাফিয়ে উঠেছেন কোটি দর্শক।

বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা গেছে বিশ্বকাপের সবচেরে ছোট মাঠ টন্টনের দ্য কোপার অ্যাসোসিয়েটস ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামের গ্যালারিতেও। নেচে-গেয়ে, আনন্দ হর্ষ ধ্বনিতে মাতোয়ারা ছিল বাংলাদেশি সমর্থকরা। ‘বাংলাদেশ-বাংলাদেশ’ ধ্বনিতে উত্তাল গ্যালারি দেখে মনে হতেই পারত এ যেন বাংলাদেশেরই কোনো স্টেডিয়ামের গ্যালারি।

সাকিব-লিটনের নামে টানা স্লোগানে কেঁপে উঠছিল টন্টনের গ্যালারি। ভিডিওতে দেখে নেওয়া যাক সেই মুহূর্তগুলো-

প্রিয় খেলা/আশরাফ