কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ম্যাচের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

কলম্বিয়ার কাছে ২-০ গোলে আর্জেন্টিনার হার (ভিডিও)

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ০৯:৪৭
আপডেট: ১৬ জুন ২০১৯, ০৯:৪৭

(প্রিয়.কম) নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে কোপা আমেরিকার এবারের মিশন শুরু আর্জেন্টিনার। ২-০ গোলে হেরেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

ম্যাচের প্রধমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই। মেসি-আগুয়েরো-ডি মারিয়াদের নিয়ে গড়া আর্জেন্টিনার আক্রমণ ভাগ প্রথমার্ধে বলার মতো কোনো আক্রমণ করতে পারেনি। তবে বিরিতির পর নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। কিন্তু গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ খানিকটা জমেও ওঠে। তবে ম্যাচে দুই দলের পার্থক্যটা গড়ে দিয়েছে কলম্বিয়ার দুই বদলি খেলোয়াড়ের শেষ মুহূর্তের গোল।

৭১ মিনিটে জেমস রদ্রিগেজের পাস থেকে রজার মার্টিনেজ বল পেয়ে যান। পেনাল্টি বক্সের সামান্য ভেতর থেকে ডান পায়ের শটে গোল করেন মার্টিনেজ। আর ম্যাচের ৮৬ মিনিটে জেফারসন লেলমার পাস থেকে গোল করেন জাপাতা।

ম্যাচের বাকিটা সময় কোনো গোল না হলে ২-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মেসির আর্জেন্টিনার।

ম্যাচের হাইলাইটস দেখুন এখানে-

প্রিয় খেলা/রুহুুল